Social Icons

Pages

Friday 25 March 2016

                                                                                                                      অনুভব




                                                              মোহাম্মাদ হাসিবুল হাসান

                                                          
                      

                                    _ তোমার মুখে এখনও মেঘ জমে রয়েছে কেন ?

                                    _ না তো , আমি তো সূর্যের নীচেই অনেকক্ষণ ধরে রয়েছি
                                                                      William Shakespeare , HAMLET ( Tragedy )
                

…………তুমি সব সময়-ই ছিলে ছলনাময়ী ৷ হয়তো একসময় কাছে এসেছিলে, আসো কিন্তু আবারো হারিয়ে যাও ৷ ভূলটা আমার-ই , কেনই বা তোমাকে বলি ! কখনো কি তোমাকে নিয়ে ভেবেছি ? যা করি না , তার ফল কিভাবে আশা করি ! আজকাল চোখ বুজলেও তোমাকে দেখতে পাই না ৷ অনেক প্রশ্নের উত্তর খুঁজি ৷ জানি , তোমার মাঝে সব-ই ৷ দোষটুকু কি শুধুই  আমার ? তুমি যেমন , ঠিক তেমন করে কেউ কখনো দেখায়নি ৷ যদি বলি একটু বাইরে বেরিয়ে আসো , আমার প্রশ্নগুলোর উত্তর দাও ৷ জানি তুমি আসবে না , আসতে পারবেও না কোনো দিন ৷ ভূলটা আমারই ৷ ইচ্ছা থাকলে উপায় হয় ৷ আমারই আসলে তোমাকে দেখার ইচ্ছা ছিলো না কোনো দিন , যদিও তোমাকে দেখেছি ৷ কিন্তু , দেখার চোখ দিয়ে দেখি নি কোনো দিনও ! তাই তো আজ চোখ বুজলেও , তোমাকে দেখতে পাই না …..অনুভব তো দূরের কথা ৷৷৷

……….উপরিউক্ত কথাগুলো প্রতিকী ৷ আমরা অনেক কথাই বলি…..আমাদের দেশে পড়ালেখার মান ভাল না …..শিক্ষকগণ ভালোভাবে পড়াতে পারে না ৷ একটা প্রশ্নের উত্তর দেন তো ? জ্ঞান কি শিক্ষকগণ পকেটে লুকিয়ে রেখেছেন নাকি রাখতে পারবেন ? .শিক্ষকগণ কি করে আপনাকে পড়ালেখা গলধঃকরণ করে দিবেন ?……পড়ালেখা কি বিস্কুটের প্যাকেট ??? ওনাদের কাজ তো শুধু , সঠিক পথের দিশা দেয়া ৷ আপনাকেই তো জ্ঞান খোঁজ করতে হবে ৷ হ্যাঁ , আমিও স্বীকার করি , আমাদের দেশের পড়ানোর পদ্ধতিটা ভালো করা উচিৎ ৷ সবাই রাস্তার ধারের ডাস্টবিনে পড়ে থাকা ময়লা -আবর্জনা পরিষ্কার করার কথা বলে ৷ কিন্তু, কেউ নিজে পরিষ্কার করার কথা ভাবে না ৷ সূর্যের আলোই আজ আপনি নিজেকে চিনতে পারছেন না ৷ কারণ, আপনি  নিজেও নিজেকে চিনেন না ,  চেনার চেষ্টাও কখনো করেন নি ৷ হাজারো মেঘের ভিড়ে আজ আপনি হারিয়ে গেছেন , চোখ থাকতেও দেখতে পাননা , দেখার চেষ্টাও করেন না ৷ অন্ধকারের অতল গভীরে আজ আপনি লুকিয়ে আছেন ৷ দ্বিধার দেয়ালগুলো ভেঙে ফেলুন ৷ বৃষ্টি থেমে গেছে, যদি মন চায় খালি পায়ে ঘাসের ওপর হাঁটুন ৷ জানি ভাল লাগবে ৷ আর কোন বিষণ্নতা নয় ৷ সত্য সুন্দর ,সত্যের পথে হাটুন ৷ প্রকৃতির সাথে মিশে যান, উপভোগ করুন সত্যের স্বাদ ৷ জীবনটা সুন্দর ৷৷৷

1 comment:

 

Sample text

Sample Text

 
Blogger Templates